নিজস্ব প্রতিবেদক: অন্যতম জনপ্রিয় স্মার্ট এক্সেসোরিজ ব্র্যান্ড “ওরাইমো” এর পার্টনার্স মিট’২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৩শে মার্চ ২০২২ইং, গাজিপুরের অভিজাত এক রিসোর্টে অনুষ্ঠিত হয়ে গেল দেশের বাজারের অন্যতম জনপ্রিয় স্মার্ট এক্সেসোরিজ ব্র্যান্ড “ওরাইমো” এর এই পার্টনার্স মিট। দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিল ওরাইমো এর কান্ট্রি ডিরেক্টর মিঃ জিয়ান জিয়াং, কান্ট্রি ম্যানেজার তানবির হোসেন মজুমদার, ওরাইমো বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটার এর কর্মকর্তা, সারা দেশ থেকে আসা ওরাইমো এর ৮০ জন পরিবেশক এবং ওরাইমো বাংলাদেশের কর্মীবৃন্দ।
ওরাইমো একটি চীন ভিত্তিক স্মার্ট এক্সেসোরিজ কোম্পানি, বিশ্বের ৬০টিরও বেশি দেশে তারা তাদের ব্যবসা পরিচালনা করছে। ওরাইমো বাংলাদেশের যাত্রা শুরু হয় ২০১৮ সালে। মোবাইল ফোনের চার্জার, চার্জিং ক্যাবল, পাওয়ার ব্যাংক, ইয়ারফোন, তারবিহীন ইয়ারফোন, স্মার্টওয়াচসহ প্রায় ৫০টি মডেলের পণ্য আছে এখন ওরাইমো বাংলাদেশের পণ্যের তালিকায়।
ওরাইমো এর বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন কান্ট্রি ম্যানেজার তানবির হোসেন মজুমদার।
তিনি বলেন, “ওরাইমো একটি ইন্টারন্যাশনাল স্মার্ট এক্সেসোরিজ ব্র্যান্ড। বিশ্বের ৬০টিরও বেশি দেশে সাফল্যের সাথে ব্যবসা করে আসছে। ওরাইমো বাংলাদেশের প্রথম লক্ষ্য ছিলো একটি উন্নত বিপণন ব্যবস্থা গড়ে তোলা। বর্তমানে ৬৪টি জেলাতে আমাদের প্রায় ১১০টি পরিবেশক রয়েছে। বিশ্ব মানের এক্সেসোরিজ দেশের মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়াই আমাদের মূল লক্ষ্য।“
বাজার ঘুরে তার বক্তব্যের সত্যতা পাওয়া যায়, মোবাইল এক্সেসোরিজ বিক্রয় করে এমন দোকানে চোখে পড়ছে ওরাইমো ব্র্যান্ডের পণ্য। বিক্রেতা এবং ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, ওরাইমো এখন বেশ জনপ্রিয় একটি এক্সেসোরিজ ব্র্যান্ড। ওরাইমো পণ্যের গুণগুত মান, দাম এবং সর্বনিম্ন ৩ মাস থেকে সর্বোচ্চ ১২ মাসের বিক্রয়োত্তোর সেবার জন্যই ক্রেতারা ওরাইমো এর প্রতি আগ্রহ দেখাচ্ছে।
ওরাইমো এর কান্ট্রি ডিরেক্টর মিঃ জিয়ান জিয়াং বলেন, ওরাইমো টেকনো, আইটেল এবং ইনফিনিক্সের মতো ট্রানশন গ্রুপের একটি ব্র্যান্ড। ইতিমধ্যে দেশের মানুষের কাছে আমরা জায়গা করে নিয়েছি। আমরা আশা করছি দেশের মানুষের ভালো মানের স্মার্ট এক্সেসোরিজের চাহিদা আমরা মিটাতে সক্ষম হবো।
এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেরা পরিবেশকদের হাতে পুরষ্কারও তুলে দেয়া হয়।
বিনিয়োগবার্তা/ডিএফই//