Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 28 Mar 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রূপালী ব্যাংক লিমিটেডের ট্রেজারি বিভাগের সিবিএস লাইভ অপারেশনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) প্রধান কার্যালয়ের ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ সিবিএস লাইভ অপারেশনের উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন এছাড়াও জিএম মো. হারুনুর রশীদ, কাজী ওয়াহিদুল ইসলাম, ডিজিএম আবু ইউসুফ মো. জাকারিয়া ও মো. হুমায়ুন আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তকর্তারা উপস্থিত ছিলেন। এর মাধ্যমে ট্রেজারি বিভাগের সব কার্যক্রম সিবিএসর মধ্যে সংযুক্ত হলো।

বিনিয়োগবার্তা/এসএল//