নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের বাইরে থাকা ২৬ বীমা কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) উদ্বুদ্ধ করতে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটিকে (আইডিআরএ) অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে চিঠিতে কোম্পানিগুলোর মূলধনের ন্যুনতম ২০ শতাংশ অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করার বিষয়েও সহায়তা চাওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) আইডিআরএ চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত ওই উল্লেখ করা হয়, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের অনুরোধে ২০২০ সালে ৩০ কোটি টাকার কম মূলধনসম্পন্ন বীমা কোম্পানিগুলোকে আইপিওতে আসার বাধ্যবাধকতায় ছাড় দেয় বিএসইসি।
পাশাপাশি শর্ত দেওয়া হয়, আলোচ্য কোম্পানিগুলো আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসতে চাইলে তাদের ইক্যুইটির কমপক্ষে ২০ শতাংশ অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে। কিন্তু এখন পর্যন্ত এসব কোম্পানি আইপিওতে আসার জন্য বিএসইসির কাছে কোনো আবেদন করেনি, এমনকি তারা পুঁজিবাজারে তাদের ইক্যুইটির ২০ শতাংশ অর্থও বিনিয়োগ করেনি।
চিঠিতে বলা হয়, আমাদের পুঁজিবাজার এখনো ব্যক্তি-বিনিয়োগকারী নির্ভর। বাজারে মোট লেনদেনের ৮০ শতাংশ ব্যক্তি বিনিয়োগকারীরা করে থাকেন। অর্থাৎ এই বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশ মাত্র ২০ শতাংশ। একটি স্থিতিশীল বাজারের জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো খুবই জরুরি। আর ইন্স্যুরেন্স কোম্পানিগুলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বিনিয়োগবার্তা/এসএএম//