নিজস্ব প্রতিবেদক: দেশের দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সব ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ও বীমা খাতের কোম্পানিগুলোর পুঁজিবাজারে বিনিয়োগের তথ্য জানতে চায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি দুই স্টক এক্সচেঞ্জকে এ কোম্পানিগুলোর কাছ থেকে পুঁজিবাজারে বিনিয়োগের তথ্য সংগ্রহ করে কমিশনের কাছে পাঠানোর জন্য চিঠি দেয়া হয়েছে। বর্তমানে দেশের পুঁজিবাজারে ২৩টি এনবিএফআই ও ৫৩টি বীমা কোম্পানি তালিকাভুক্ত রয়েছে।
বিএসইসির সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ধারা ১১(২) এর অধীনে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব এনবিএফআই ও বীমা কোম্পানি তাদের বিনিয়োগের তথ্য স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিএসইসিকে জানাবে। বিএসইসির নির্ধারিত ছকে এ বিনিয়োগের তথ্য দাখিল করতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত সব এনবিএফআই ও বীমা কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে। স্টক এক্সচেঞ্জকে প্রতি মাসে সাত কার্যদিবসের মধ্যে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন কমিশনে দাখিল করতে বলা হয়েছে। বিএসইসির পক্ষ থেকে বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।
পুঁজিবাজার পরিস্থিতি: গতকাল লেনদেন শুরুর পর থেকেই সূচক ছিল নিম্নমুখী। ২৫ মিনিট পর কিছুটা উত্থানে ফিরলেও দিনশেষে বড় পতন হয়েছে। ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স গতকাল ৫৩ পয়েন্ট হারিয়ে ৬ হাজার ৭১৯ পয়েন্টে অবস্থান নেয়। আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৭৭২ পয়েন্টে।
বিনিয়োগবার্তা/এসএল//