Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 05 Apr 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আয়োজিত ‘ইফেক্টিভ ইন্টারনাল অডিট প্রসিডিউর’ বিষয়ক এক কর্মশালা ০৫ এপ্রিল ২০২২, মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য দেন।

এতে আরও বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ রুহুল আমিন ও মোঃ রাজা মিয়া। 

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির প্রিন্সিপাল এসএম রবিউল হাসানের সভাপতিত্বে এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সিরাজুল আলম উপস্থিত ছিলেন। 
ব্যাংকের অডিট এবং ইন্সপেকশন ডিভিশন ও কমপ্লায়েন্স ডিভিশনের সংশিষ্ট নির্বাহী ও কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//