Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 09 Apr 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা  ডেস্ক: প্রযুক্তি দুনিয়া দিনে দিনে বদলাচ্ছে। কিছুদিন আগেই আইফোন নিয়ে একটি কানাঘুষা শোনা যাচ্ছিল যে, আইফোন ১৫-তে থাকবে না কোনো সিম স্লট। সেই পথেই এবার হাঁটলো গুগল।

গুগলের অ্যানড্রয়েড ফোনে আসছে এই বিশেষ সুবিধা। তাদের অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হতে পারে সেই বিশেষ প্রযুক্তি। এর মাধ্যমে ফোনে আর সিম কার্ডের প্রয়োজন হবে না। নতুন এই পদ্ধতির নাম হলো মাল্টিপল এনাবেল প্রোফাইল।

এই নতুন পদ্ধতি মাল্টিপল এনাবেল প্রোফাইলের মাধ্যমে একটি ই-সিমে দুটি টেলি অপারেটর সংস্থার সংযোগ ব্যবহার করা যাবে। ফলে ব্যবহারকারীকে একটি সিমে দুটি নম্বর ব্যবহারের সুবিধাও দিচ্ছে গুগল।

একটি রিপোর্ট অনুযায়ী, গুগল ২০২০ সাল থেকেই এই নিয়ে কাজ শুরু করেছে। এতে ফোনের মধ্যে সিমের জন্য নির্দিষ্ট জায়গা কম লাগবে। সেই জায়গা অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে বলেই আশা।

এখন ই-সিমের ক্ষেত্রে একবারে শুধু একটি প্রোফাইল সক্রিয় করা যায়। তাই ডুয়াল সিম কার্ডের জন্য ফিজিক্যাল সিম কার্ডের প্রয়োজন পড়ে। গুগলের নতুন মাল্টিপল এনাবেল প্রোফাইল সিস্টেমের মাধ্যমে আর দরকার হবে না দ্বিতীয় সিমের।

গুগলের এই নতুন ফিচার চালু হলে ফোনের জায়গা অনেকটাই বেঁচে যাবে। ধারণা করা হচ্ছে এর ফলে স্মার্টফোন উৎপাদকরা বড় ব্যাটারির ব্যবস্থা করতে পারেন অথবা মেমোরি চিপের জন্য ব্যবহার করা হতে পারে অতিরিক্ত স্লট কিংবা অন্য কোনো ফিচার।

বিনিয়োগবার্তা/এসএল//