Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 09 Apr 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: এসএমই মার্কেটের কোম্পানিগুলোর শেয়ার দর উঠা-নামা করার সীমা বা সার্কিট ব্রেকারে পরিবর্তন এনেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এবার আগের ২০ শতাংশ সার্কিট ব্রেকার কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে, যা আগামী কার্যদিবস থেকেই কার্যকর করা হবে।

 

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনাটি জারি করে দেশের উভয় স্টক এক্সচেঞ্জকে নির্দেশনা আকারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

 

নতুন নির্দেশনা অনুযায়ী, আগামি কার্যদিবস থেকে এসএমই মার্কেটের শেয়ারগুলো আগের দিনের ক্লোজিং প্রাইসের উপরে ভিত্তি করে একদিনে সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে বা কমতে পারবে।

 

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও পুঁজিবাজারের উন্নয়নে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে বিএসইসি।

 

বিনিয়োগবার্তা/এসএএম//