নিজস্ব প্রতিবেদক: এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর যশোর অঞ্চলের নওয়াপাড়া জোনাল অফিস অধীনস্থ বাঘারপাড়া উপজেলায় বাঘারপাড়া মহিলা ডিগ্রী কলেজ সম্মেলন কক্ষে শনিবার, ৯ এপ্রিল বীমা গ্রাহকের দুর্ঘটনাজনিত অঙ্গহানি বীমা দাবির ৭৫,০০০ টাকার চেক হস্তান্তর করা হয়।
উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আজগর আলী, বাঘারপাড়া মহিলা ডিগ্রী কলেজ, আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন মিলন, খুলনা বিভাগীয় অফিস, খন্দকার শহীদুল্লাহ।
মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মোঃ হযরত আলী, ইভিপি সাতক্ষীরা জোনাল অফিস, মোঃ কামরুজ্জামান, ইভিপি খুলনা বিভাগীয় অফিস, মোঃ ইব্রাহিম খলিল, ইভিপি খুলনা বিভাগীয় অফিসসহ আরও অনেক এসভিপি, ডিজিএম ও অন্যান্য পদের কর্মী ও কর্মকর্তাগণ।
বিনিয়োগবার্তা/ডিএফই//