Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 10 Apr 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-তে ১৫০তম ইন্টার্নশিপ কোর্স সম্প্রতি শুরু হয়েছে। 
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে কোর্সের উদ্বোধন করেন। 

আইবিটিআরএর প্রিন্সিপাল এস এম রবিউল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রোকন উদ্দিন, কে.এম. মুনিরুল আলম আল-মামুন ও এ. কে.এম. শহীদুল হক খন্দকার এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল হামিদ মিয়া ও মো. আনোয়ার হোসেন। 

বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৮৫ জন শিক্ষার্থী এ কোর্সে অংশগ্রহণ করছে। 

বিনিয়োগবার্তা/ডিএফই//