নিজস্ব প্রতিবেদক: পদোন্নতি পেয়ে সম্প্রতি ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হয়েছেন আদিল চৌধুরী। এর আগে তিনি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।
আদিল চৌধুরীর দুই দশকেরও অধিক সময়ের সফল ব্যাংকিং ক্যারিয়ারে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে ১৫ বছরের অধিক অভিজ্ঞতা রয়েছে। সম্প্রতি তিনি হংকং ও সিঙ্গাপুরে ব্যাংক অব নোভাস্কশিয়ায় (কানাডা) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ইন্টারন্যাশনাল ব্যাংকিং, গ্রুপ ট্রেজারি, রেগুলেটরি ল’জ এবং কম্প্রিহেনসিভ-ওয়াইড অপারেশনে অভিজ্ঞতাসম্পন্ন।
বিনিয়োগবার্তা/এসএল//