Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 15 Apr 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকার নবাবপুর রোড কর্পোরেট শাখার উদ্যোগে ‘সার্বজনীন কল্যাণে মাহে রমজান’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত  ১২ এপ্রিল ঢাকার ফার্স হোটেলে এ আলোচনা ও ইফতার মাহফিল হয়।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরী'আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. হাসান মুহাম্মদ মঈনউদ্দিন।

সভাপতিত্ব করেন শাখাপ্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ। এতে আরো উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সিরাজুল আলম ও মো. হাবীবুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শাখার ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ হোসেন। শাখার কর্মকর্তা, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিরা মাহফিলে অংশগ্রহণ করেন।

বিনিয়োগবার্তা/এসএল//