Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: টানা বর্ষণে পাহাড় ধসের ঘটনায় চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলা থেকে আরও ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনায় ৩৪ জন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রাঙ্গুনিয়া উপজেলায় ২৬ জন, চন্দনাইশের চার জন, রাউজানে দুই জন, বাঁশখালি ও নগরীর হালিশহরে ২ জন।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন জানান, মঙ্গলবার রাতে দুইটি এবং বুধবার সকালে হোসনাবাদ ইউনিয়ন থেকে একই পরিবারের তিন সদস্যের লাশ উদ্ধার হয়।

এই নিয়ে রাঙ্গুনিয়ার উপজেলায় পাহাড় ধসে ইসলামপুরে দুটি পরিবারের মোট আট জন, রাজানগরে এক পরিবারের পাঁচজন, হোসনাবাদ ইউনিয়নের একই পরিবারের তিনজনসহ এখন পর্যন্ত ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুল আলম জানিয়েছেন, আমার ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের শামুকছড়ি ও চনগুনিয়া চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে।

এদিকে টেকনাফে আজ বুধবার ভোরে পাহাড় ধসে সাতঘরিয়া এলাকায় বাবাও মেয়ের মৃত্যু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রাম সহ বান্দরবান, রাঙ্গামাটিত ও টেকনাফে এ পর্যন্ত ১৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

(এসএএম/ ১৪ জুন ২০১৭)