নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি মীর আখতার হোসেন প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত অর্থের ব্যবহারে সংশোধন এনেছে। তবে কোম্পানিটি তাদের আইপিওর অর্থের ব্যবহার সংশোধনের সম্মতি সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দেয়নি। তাই কোম্পানিটিকে আইপিওর অর্থের ব্যবহার সংশোধনের সম্মতি সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সম্প্রতি মীর আখতার হোসেনের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
বিএসইসির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, আইপিও অর্থের ব্যবহার সংশোধনে মীর আখতার হোসেনের আবেদন পরীক্ষা করে দেখা যাচ্ছে যে, এ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র কমিশনে জমা দেয়নি। ফলে কোম্পানিকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ধারা ১১(২) এর অনুযায়ী এ চিঠি জারির ১০ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রগুলো কমিশনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
চিঠিতে উল্লেখ করা নথিপত্রগুলোর মধ্যে রয়েছে- আইপিওর অর্থের ব্যবহার সংশোধন সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার কার্যবিবরণী, বিশেষ সাধারণ সভার (ইজিএম) কার্যবিবরণী, আইপিও সম্মতি পত্রের অনুলিপি, স্টক এক্সচেঞ্জে প্রকাশ হওয়া মূল্য সংবেদনশীল তথ্যের (পিএসআই) অনুলিপি এবং দৈনিক সংবাদপত্রে প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যের অনুলিপি।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির একজন কর্মকর্তা জানান, কোম্পানিটি আইপিওর অর্থের ব্যবহার সংশোধনের সম্মতি সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র কমিশনে জমা দেয়নি। ফলে তাদের কাছে আইপিওর অর্থের ব্যবহার সংশোধনের সম্মতি সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, কোম্পানিটি আইপিওতে বুক বিল্ডিং পদ্ধতিতে ১২৫ কোটি টাকা সংগ্রহের জন্য ২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৪৭টি শেয়ার ইস্যু করে। এর মধ্যে ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৭৪৭টি সাধারণ শেয়ার ৫৪ টাকা করে ইস্যুর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৫৬ কোটি ৮ লাখ ৩৩ হাজার ২০০ টাকা সংগ্রহ করে। আর বাকী ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৮০০টি শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে নিলামের মাধ্যমে ৬০ টাকা করে ৬২ কোটি ৩১ লাখ ৪৮ হাজার টাকা সংগ্রহ করে। কোম্পানির সংগৃহীত ১২৫ কোটি টাকা দিয়ে কোম্পানিটি সরঞ্জামাদি ও যন্ত্রপাতি ক্রয়সহ ব্যবসায় সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করার বিষয়ে বলা হয়েছিল। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ১২০ কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৪৭টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৮.৫৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪.৫৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৬.৮৮ শতাংশ শেয়ার রয়েছে।
বিনিয়োগবার্তা/ডিএফই//