Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 19 Apr 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের লোকাল অফিস কর্পোরেট শাখার উদ্যোগে “সার্বজনীন কল্যাণে মাহে রমযান” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ১৭ এপ্রিল ২০২২ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ক্যামেলকো তাহের আহমদ চৌধুরী। 
মূল আলোচনা উপস্থাপন করেন সোবহানবাগ জামে মসজিদের খতিব শাহ মুহাম্মদ ওয়ালী উল্লাহ। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এন এম সিদ্দিকুর রহমান, এম জুবায়ের আযম হেলালী, মোহাম্মদ গোলাম রাব্বানী, মোঃ হাবিবুর রহমান ও মোহাম্মদ ইয়াকুব আলী। 

এতে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান মোঃ আনিসুল হক। 

শাখার কর্মকর্তা, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//