বিনিয়োগবার্তা ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফানালে টস জিতে স্বাগতিক ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।
গুরুত্বপূর্ণ এ ম্যাচে পাকিস্তানের জন্য দুঃসংবাদ হচ্ছে ব্যাক পেইন ইনজুরির কারণে দলের সেরা বোলার মোহাম্মদ আমির বাদ পড়েছেন। তার বদলে দলে যোগ দিয়েছেন রুম্মান রইস।
টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল ইংল্যান্ড। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান।
দারুণ ছন্দ, শক্তিশালী স্কোয়াড আর স্বাগতিক হবার সুবিধা, সব মিলিয়ে টুর্নামেন্টের শিরোপার অন্যতম দাবিদার ইংলিশরা।
জেসন রয়ের অফফর্মের কারণে একাদশে আজ দেখা যেতে পারে জনি বেয়ারস্টোকে।
ইংলিশদের যদি শক্তির জায়গা ধারাবাহিকতা হয় তবে পাকিস্তানের শক্তির জায়গা ধরা হচ্ছে আনপ্রেডিক্টাবিলিটিকে।
আগে থেকে অনুমান করা মুশকিল বলে বাজে শুরু সত্ত্বেও সমীহ পাচ্ছেন সরফরাজ-আজহাররা।
একাদশে একজন লেগ স্পিনার অন্তর্ভুক্ত করতে ফিরিয়ে আনা হয়েছে শাদাব খানকে। বাদ পড়েছেন গেলো ম্যাচে অভিষিক ফাহিম আশরাফ।
এদিকে দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
আর ১৮ জুন হবে ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত আইসিসির দ্বিতীয় সর্বোচ্চ আসরের ফাইনাল।
পাকিস্তান একাদশ : আজহার আলি, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, শাদাব খান, রুম্মান রইস, হাসান আলি ও জুনায়েদ খান।
ইংল্যান্ড একাদশ : জনি বেয়ারস্টো, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মইন আলী, আদিল রশীদ, লিয়াম প্লাঙ্কেট ও জ্যাক বল।
(এমআইআর/ ১৪ জুন ২০১৭)