নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে গঠন করা সাবসিডিয়ারি কোম্পানি পিবিএল এক্সচেঞ্জ (ইউকে) বন্ধ করে দিচ্ছে প্রাইম ব্যাংক লিমিটেড। এ-সংক্রান্ত প্রস্তাবে সম্মতি দিয়েছে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
মূলত দেশটির নিয়ন্ত্রক সংস্থার অবস্থানগত পরিবর্তনের কারণে এ সাবসিডিয়ারি থেকে আশানুরূপ ব্যবসা করতে পারছে না তারা। সেজন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী আইনি বাধ্যবাধকতা অনুসরণ করে কোম্পানিটি বন্ধ করে দেবে প্রাইম ব্যাংক। গতকাল অনুষ্ঠিত ব্যাংকের ৫২৬তম পর্ষদ সভা থেকে এ প্রস্তাবে সম্মতি দেয়া হয়। পাশাপাশি সভা থেকে চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হয়।
বিনিয়োগবার্তা/এসএল//