Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 12 May 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আলোচ্য বছরে ফান্ডটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১২ মে) অনুষ্ঠিত ফা্ন্ডটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত অর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ডের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, আলোচ্য বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ১ টাকা। 

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১১ টাকা ৮৩ পয়সা।

আগামী ১২ জুন ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ফান্ডটির ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ জুন, ২০২২।

বিনিয়োগবার্তা/ডিএফই//