Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 20 Jun 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী: নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসময় উভয়পক্ষের ১৫টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।

সোমবার (২০ জুন) উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে বন্ধুক ও টেঁটাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে গুলজার মেম্বারের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় তারা অন্তত ১৫টি বাড়িঘর ভাঙচুর করে। তাদের গুলি ও টেঁটার আঘাতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ১০ জন গুলিবিদ্ধ হন।

স্থানীয় এক বাসিন্দা জানান, আধিপত্য বিস্তার ও বালু ব্যবসা নিয়ে সাবেক ইউপি সদস্য গুলজারের সঙ্গে ও স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম রবির মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে গত এক বছরে তিনবার সংঘর্ষের ঘটনা ঘটে। রবিউল ইসলাম রবি ১০ দিন আগে জেল থেকে ছাড়া পান। এরপরই প্রতিপক্ষ গুলজার সমর্থকদের ওপর হামলা চালান।

জানতে চাইলে রায়পুরা থানার ওসি (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, সংঘর্ষের খবরে সেখানে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিনিয়োগবার্তা/এমআইআর/এসএএম//