নিজস্ব প্রতিবেদক: ইস্টার্ন কেবলস লিমিটেডের (ইসিএল) ৪১৯তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুন, ২০২২) বিকাল ৩:০০ ঘটিকায় অনলাইনে (জুম মাধ্যমে) এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্ব করেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ও ইসিএল কোম্পানি বোর্ডের চেয়ারম্যান মোঃ শহীদুল হক ভূঁঞা, এনডিসি।
সভায় চেয়ারম্যান জানান, দেশের অগ্রযাত্রায় অবদান রেখে এগিয়ে যাচ্ছে ইস্টার্ন কেবলস লিমিটেড।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটির সাম্প্রতিক সময়ের অর্জন খুবই আশাব্যঞ্জক। প্রতিষ্ঠানটি বিদেশে তার রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। ইস্টার্ণ কেবলস লিঃ ২০২২ সালের মার্চে চীনের ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট এন্ড এক্সপোর্ট করপোরেশনে ৫ লক্ষ ২৪ হাজার ডলারের কেবলস রপ্তানি সম্পন্ন করছে। চীনসহ অন্যান্য দেশে রপ্তনি করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দীর্ঘদিন পর রপ্তানিতে ফেরায় কোম্পানি বোর্ড সভায় ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদকে ধন্যবাদ জানানো হয়।
ইসিএলের পরিচালনা পর্ষদের পরিচালক তানিয়া খান, যুগ্মসচিব (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়) এবং দেবাশীষ চক্রবর্তী, সদস্য (বিতরণ ও পরিচালন), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সভায় অংশগ্রহণ করেন। ইসিএল পরিচালনা পর্ষদের সদস্য মোঃ মফিজুর রহমান এবং মোঃ হাবিবুর রহমানসহ অন্যান্য পরিচালক জুম মাধ্যমে সভায় যুক্ত হোন।
ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ সভা পরিচালনা করেন।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বিএসইসির এই প্রতিষ্ঠানটির ক্যাবলস বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের অধীন পিডিবি, বিআরইবি, ডিপিডিসি, পিজিসিবি, ডেসকো, নেসকোসহ সকল রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠানকে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) ক্রয় করার সুযোগ রয়েছে। ইস্টার্ণ কেবলস লিঃ এ উৎপাদিত বৈদ্যুতিক কেবলস আর্ন্তজাতিকভাবে স্বীকৃত ও গুণগতমানে মানের। ইসিএল কর্তৃপক্ষ জানায় শর্ট সার্কিট জনিত দুর্ঘটনা এবং অগ্নিকান্ডের ঘটনায় ইস্টার্ন কেবল এযাবৎ কোন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ ও ঝুঁকি এড়াতে ইস্টার্ন কেবল ব্যবহার করুন।
বিনিয়োগবার্তা/ডিএফই//