Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চীনে বিদেশী বিনিয়োগকারীদের জন্য বেশ কয়েকটি মুক্ত বাণিজ্য কেন্দ্র (ফ্রি ট্রেড জোন) রয়েছে। এসব জোনে সহজ শর্তে বিনিয়োগ করতে পারেন বিদেশী উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলো। এবার বিদ্যমান শর্ত থেকে আরো ২৭টি বাধা দূর করেছে চীনা প্রশাসন।

শুক্রবার (১৬ জুন) দেশটির মন্ত্রিসভার বৈঠক শেষে একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশটিতে এখন থেকে বিদেশী বিনিয়োগকারীরা অন্তত ২০টি খাতে সরাসরি বিনিয়োগ করতে পারবে। এ তালিকায় রেল যোগাযোগ সরঞ্জাম এবং বেসামরিক উপগ্রহ নির্মাণ খাতও রয়েছে। এতোদিন এসব খাতে বিদেশী বিনিয়োগকারীদের চীনা কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে বিনিয়োগ করতে হত। এক্ষেত্রে অধিকাংশ শেয়ারের মালিকানা থাকত চীনা কোম্পানির হাতে।

আগে মূল্যবান ধাতু ও লিথিয়াম উৎপাদন, ইন্টারনেট সেবা, ক্রেডিট রেটিং সেবা, বড় মাপের থিম পার্ক নির্মাণের ক্ষেত্রে একইরকম শর্ত বিদ্যমান ছিল। এখন থেকে এসব খাতে বিদেশীরা সরাসরি বিনিয়োগ করতে পারবেন। নতুন ঘোষণায় বিদেশী ব্যাংকগুলোকে চীনা সরকারি বন্ডের দায় গ্রহণের সুবিধা দেয়া হয়েছে।

২০১৩ সালে চীন তার প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবে সাংহাইয়ের দ্বার খুলে দিয়েছিল। এরপর আরো ১০টি গুরুত্বপূর্ণ প্রদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল নির্মাণ করা হয়। এখন বিদেশী বিনিয়োগকারীদের জন্য অর্থনীতিকে উদার করার প্রতিশ্রুতি পূরণে বিধিনিষেধ দূর করা হয়েছে। এর মধ্য দিয়ে চীনা অর্থনীতিতে বিনিয়োগ প্রবাহ আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

(এসএএম/ ১৬ জুন ২০১৭)