Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 05 Jul 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আমান উল্লাহ সরকার। ব্যবসায়িক ক্ষেত্রে ৩১ বছরের বিশেষ অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি তিনি ব্যবসায়িক গ্রুপ রহমত গ্রুপের সঙ্গে নিযুক্ত আছেন, যা দেশের টেক্সটাইল, স্পিনিং, উইভিং, প্লাস্টিক এবং এক্সেসরিজ তৈরির অন্যতম প্রধান নির্মাতা।

আমান উল্লাহ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) এবং এমএ অর্জন করেন। তিনি রহমত স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, লোগোস অ্যাপারেলস লিমিটেড, বেলকুচি স্পিনিং মিলস লিমিটেড এবং রহমত সোয়েটারস (বিডি) লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত। এছাড়া তিনি শাহী প্রডাক্টেরও পার্টনার হিসেবেও নিযুক্ত। 

বিনিয়োগবার্তা/এসএল//