Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 16 Jul 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: বলিউডের উল্লেখযোগ্য পরিবারগুলোর মধ্যে অন্যতম একটি বচ্চন পরিবার। এ পরিবারের উজ্জ্বল নক্ষত্র অমিতাভ বচ্চন। যাকে শ্রদ্ধায় বলিউডের শাহেনশাহ বলে ডাকা হয়। তার স্ত্রী জয়া বচ্চনও ভারতের কিংবদন্তি অভিনেত্রীদের একজন। অমিতাভ-জয়ার পুত্র অভিষেকও সিনেমায় এসে নাম করেছেন।

তার স্ত্রী ঐশ্বরিয়া রাইয়ের খ্যাতির কথা তো বলাই বাহুল্য। এবার এ পরিবারের আরও এক সদস্য শোবিজে পা দিলেন।

অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা তনয়া নভ্যা স্ক্রিন ডেবিউটা সেরে ফেললেন তিনি। এক বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনী প্রচারের মুখ হিসাবে দেখা গেছে অমিতাভ বচ্চনের বড় নাতনিকে।

মেকআপ ব্র্যান্ডের হয়ে প্রচার সারলেন নভ্যা। সেখানে তাকে দেখা গেল ফর্মাল পোশাকে বসে ল্যাপটপ খুলছেন। পরনে সাদা শার্ট, আর গোলাপি রঙা ব্লেজার আর প্যান্ট। বিজ্ঞাপনের টিজারে ‘নিজের মূল্য’ নিয়ে কথা বলতে শোনা যাবে এই স্টার কিডকে।

এখনও সম্পূর্ণ বিজ্ঞাপনটি সামনে আসেনি। তবে ঝলকেই বাজিমাত করল নভ্যার সৌন্দর্য আর কনফিডেন্স।

এই টিজার শেয়ার করে নভ্যা লেখেন, ‘নিজের মূল্য আসলে কী? বিস্তারিত জানতে নজর রাখুন’।

বিনিয়োগবার্তা/ডিএফই//