নিজস্ব প্রতিবেদক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন মো. জাকির হোসেন।
বুধবার (২০ জুলাই) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইসিএসবিতে যোগদানের আগে তিনি যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত ছিলেন।
একজন দক্ষ, সৃজনশীল, ফলাফল ভিত্তিক শীর্ষস্তরের নীতিনির্ধারণী আমলা হিসেবে সরকারি প্রক্রিয়া, ব্যবসায়িক উন্নয়ন, বিদ্যুৎ, জ্বালানি, আর্থিক ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সম্পর্কিত উদ্যোগে তার রয়েছে দীর্ঘ ৩৪ বছরের অভিজ্ঞতা। তিনি সরকার, পার্টনার, স্টেকহোল্ডার এবং ক্লায়েন্টদের সাথে সম্পর্ক তৈরিতেও পারদর্শী।
দীর্ঘ কর্মজীবনে মো. জাকির হোসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক ব্যবস্থাপনা ও অডিট উইং-এর যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া ডিপেনিং এমটিবিএফ এবং শক্তিশালীকরণ আর্থিক জবাবদিহিতা (ডিএমটিবিএফ) প্রকল্প, অর্থমন্ত্রণালয়ের কম্পোনেন্ট কো-অর্ডিনেটর বা যুগ্ম সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এর উপসচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
তিনি সরকারের বিভিন্ন প্রি-অডিট এবং পোস্ট অডিট অফিসেও কাজ করেছেন। বাংলাদেশের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ছাড়াও, তিনি স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন, হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ, মার্কিন যুক্তরাষ্ট্র (২০১৩), স্বাস্থ্য নীতি উন্নয়ন, ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক হেলথ, টোকিও (২০১৩) প্রশিক্ষণ নিয়েছেন।
তিনি ম্যানেজিং এট দ্য টপ-২ (এমএটিটি) ইউকে প্রোগ্রাম, ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন, টেলফোর্ড (২০১২) সহ বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন এবং নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট স্কুল অব ম্যানেজমেন্ট (এমএসএম) থেকে ২০০৮ সালে থেকে আর্থিক ব্যবস্থাপনার উপর স্নাতকোত্তর ডিপ্লোমা গ্রহণ করেন।
বিনিয়োগবার্তা/এসএএম//