Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 21 Jul 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে ‘আরটিজিএস এর মাধ্যমে অটোমেটেড ফরেন কারেন্সি (এফসি) ক্লিয়ারিং’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ জুলাই ২০২২) রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। 

সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একেএম শাফিয়ার রহমান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ জয়নুল আবেদিন এবং মোঃ শাহিনুজ্জামান। 

ব্যাংকের ৭০টি অথরাইজড ডিলার (এডি) শাখার সংশ্লিষ্ট নির্বাহী ও কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//