Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 24 Jul 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রথম বাংলাদেশি হিসেবে আইএসওসিও (এশিয়া-প্যাসেফিক রিজন) এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত-উল-ইসলামকে অভিনন্দন জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত লাভেলো আইসক্রিম।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দাঁতো’ ইঞ্জিনিয়ার মো. একরামুল হকের পক্ষে কোম্পানি সেক্রেটারি এ.কে.এম জাকারিয়া হোসেন ফুল দিয়ে তাকে এ অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত ছিলেন লাভেলো আইসক্রিমের হেড অফ ইন্টারনাল অডিট দিদারুল আলম এফসিএমএ এবং সহকারী ব্যবস্থাপক মো. মহিউদ্দিন সরদার। 

কোম্পানি সেক্রেটারি এ.কে.এম জাকারিয়া হোসেন বলেন, বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রো. শিবলি রুবাইয়াত উল ইসলাম যেভাবে অবদান রাখছেন ঠিক একইভাবে লাভেলো আইসক্রিম তাদের বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবে।


বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//