নিজস্ব প্রতিবেদক: সরকার ঘোষিত প্রনোদনা প্যাকেজের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্দকৃত এসএমই ফাউন্ডেশনের অনুকূলে ছাড়কৃত তহবিল দ্বারা গঠিত ‘রিভলভিং ফান্ড’ হতে উদ্যোক্তা পর্যায়ে ঋণ বিতরণের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড- এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এর পদ্মা হলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এই চুক্তি আওতায় অর্থ বিভাগের পরামর্শ মোতাবেক এসএমই ফাউন্ডেশনে একটি ‘রিভলভিং ফান্ড’ গঠন করা হয়েছে। ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় উক্ত রিভলভিং ফান্ড হতে সম্ভাবনাময় সেক্টর সাব-সেক্টর ও ক্লাস্টারের উদ্যোক্তা, ক্লায়েন্টেল গ্রুপ, এসোসিয়েশন ও চেম্বারের সদস্য এবং নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ করা হবে।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান-এর সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মাদ সলীম উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ডঃ মোঃ খায়রুজ্জামান মজুমদার; বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজিদুর রহমান খান; লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর খাজা শাহরিয়ার; লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের হেড অফ এসএমই মোঃ কামরুজ্জামান খান সহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
এর আগে নভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে লক্ষ্য করে গ্রামীণ এলাকায় ঋণদান কর্মসূচি সম্প্রসারণের নিমিত্ত আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় ২০২০-২১ ও ২০২১-২২-এ দুই অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের অনুকূলে দুই ধাপে মোট ৩০০ (তিনশত) কোটি টাকা ছাড় করা হয়, যা নির্দিষ্ট সময়ের পূর্বেই উদ্যোক্তা পর্যায়ে সফলভাবে বিতরণ সম্পন্ন করা হয়।
বিনিয়োগবার্তা/ডিএফই//