Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 04 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগর্বাতা ডেস্ক: বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান রয়েছেন সাফল্যের শীর্ষে। সম্প্রতি ভক্তদের একটি সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। অভিনেতার ‘ভুল ভুলাইয়া ২’ -র মত বক্স অফিস হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।

সম্প্রতি জানা যায় মাধুরী দীক্ষিত ও অনিল কাপুর অভিনীত ‘তেজাব’ রিমেক হচ্ছে। নতুন সিনেমায় নায়ক চরিত্রে কার্তিক আরিয়ান বিপরীতে থাকবেন শ্রদ্ধা কাপুর।

আরও জানা যায়, পরিচালক মুরাদ খৈতানি আগেই এ সিনেমার স্বত্ব কিনে নিয়েছেন। এ নির্মাতা এরইমধ্যে প্রি-প্রোডাকশনের কাজ শুরু করে দিয়েছেন।

কার্তিক ও শ্রদ্ধা এই প্রথমবার একসঙ্গে জুটি হবেন। তবে অভিনেত্রী এখনও চুক্তিবদ্ধ হননি।

১৯৮৮ সালে মুক্তি পেয়েছিলো অনিল ও মাধুরীর ‘তেজাব’। জনপ্রিয় একটি সিনেমা এটি। মাধুরীর ‘এক দো তিন’ গানে নাচের প্রশংসা আজও বহমান।


এদিকে কার্তিক ‘শেহজাদা’, ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’, ‘ফ্রেডি’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে শ্রদ্ধার হাতে রয়েছে ‘নাগিন’ এবং ‘চালবাজ’র রিমেক।

বিনিয়োগবার্তা/কেএইচকে//