Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 04 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট’ প্রকল্পের আওতায় লিডিং পার্টনার হিসেবে ঢাকার গাবতলী গরুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ সফলভাবে পরিচালনা করায় ইসলামী ব্যাংককে সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। 

বুধবার (৩ আগস্ট, ২০২২)  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার আ.ফ.ম কামালউদ্দিনের নিকট সম্মাননা হস্তান্তর করেন। 

এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ খুরশীদ আলম ও অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ জিয়াউল হক, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুরুল হক উপস্থিত ছিলেন। 

বিনিয়োগবার্তা/ডিএফই//