Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ব তিন ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৪ আগস্ট) এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তিনটি আলাদা প্রজ্ঞাপনের জারি করা হয়।

সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম।

সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালককে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীরকে একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যবস্থাপনা পরিচালকদের তিন বছরের চুক্তিতে নিয়োগে সরকারের সম্মতি নির্দেশক্রমে দেয়া হলো।

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম /