Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: কয়েকদিন আগে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে বাংলাদেশকে লজ্জার হার উপহার দিয়েছে জিম্বাবুয়ে। জিতে নিয়েছে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ।

টাইগারদের সফর শেষ হতে না হতেই এবার জিম্বাবুয়ের মাটিতে পা রেখেছে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আফ্রিকার দেশটি সফর করছেন রাহুল-ধাওয়ানরা। তবে সিরিজ শুরুর আগেই বারবার অতিথিদের ‘সতর্ক’ করছে জিম্বাবুয়ে। 

ক্রিকেট মাঠে নিজেদের বদলে যাওয়া রূপে ভারতকে ঝলসে দেয়ার ইঙ্গিত মিলছে জিম্বাবুয়ের ক্রিকেটারদের কথায়। বাংলাদেশের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে ছন্দে ছিলেন জিম্বাবুইয়ান ব্যাটসম্যান ইনোসেন্ট কাইয়া। 

সেই ছন্দ ভারতের বিপক্ষেও টেনে আনতে চান এই ব্যাটসম্যান, ‘আমি সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চাই। সেঞ্চুরি করতে চাই। সোজাসাপ্টা পরিকল্পনা। আমি শুধু রান করতে চাই যেন আমি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারি। এটাই আমার লক্ষ্য।’

ভারত এখন পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ১৩ বার জিম্বাবুয়ে সফর করেছে। যার মধ্যে মাত্র দুটি সিরিজে জয়ের মুখ দেখেছে জিম্বাবুয়ে। সবশেষ সাফল্য এসেছিল দুই দশকের বেশি সময় আগে, ২০০১ সালে।

আগামী ১৮, ২০ এবং ২২ আগস্ট হারারে স্পোর্টস ক্লাবে ভারতের বিপক্ষে ৩টি ওয়ানডে খেলবে স্বাগতিক জিম্বাবুয়ে।

বিনিয়োগবার্তা/কেএইচকে//