Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: ব্রাজিলে গতকাল শনিবার বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে। ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পিয়াউই রাজ্যের ঝুঁকিপূর্ণ একটি পথ দিয়ে যাওয়ার সময় বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে।
দেশটির কর্মকর্তারা একথা জানান।

হাইওয়ে পুলিশ জানায়, এটি একটি পর্যটনবাহী বাস বলেই মনে হচ্ছে। বাসটিতে কতজন আরোহী ছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

নিউজ ওয়েবসাইট জিপি১ জানায়, এই রাস্তায় চলতি বছর ৩০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে। প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে রাস্তাটিকে ‘মৃত্যুর পথ’ বলা হচ্ছে।

হাইওয়ে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিলে গত বছর সড়ক দুর্ঘটনায় ৬ হাজার ৪শ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে।

(এমআইআর/ ১৮ জুন ২০১৭)