Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 22 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৯ মাস পর গত ১৭ আগস্ট দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। দেশে ফিরেই শাকিব জানান, বেশ কিছু চমকপ্রদ খবর দেবেন। তবে সেটা কী, পরিষ্কার করেননি। ধীরে ধীরে প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন।

রবিবার (২১ আগস্ট) শাকিব খান  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে আলাপ করেছেন, এরপর ক্যামেরাবন্দি হয়েছেন।

শাকিব খান ক্যামেরাবন্দির ছবি শেয়ার করে সঙ্গে লিখেছেন, ধন্যবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আপনার মূল্যবান সময় ও আলাপের জন্য।

জানা গেছে, সরকারি অনুদানের চেক গ্রহণের জন্যই মন্ত্রণালয়ে গিয়েছিলেন নায়ক। ২০২১-২২ অর্থবছরে তিনি ‘মায়া’ নামের একটি সিনেমা বানানোর জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন। সেই অর্থের প্রথম কিস্তিতে ৩০ শতাংশের চেক গ্রহণ করেছেন রোববার।

অনুদানের প্রজ্ঞাপনে ‘মায়া’ সিনেমার পরিচালক হিসেবে রয়েছে হিমেল আশরাফের নাম। তবে শেষ পর্যন্ত তিনিই পরিচালনায় থাকবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সিনেমাটিতে শাকিবের সঙ্গে পূজা চেরিকে দেখা যেতে পারে। এর আগে এই জুটি ‘গলুই’ সিনেমায় একসঙ্গে কাজ করে প্রশংসিত হয়েছেন।

বিনিয়োগবার্তা/কেএইচকে//