Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 23 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: চতুর্থ মেয়াদের জন্য আহমেদ সাইফুদ্দীন চৌধুরীকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত বীমা খাতের বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিজিআইসি) পরিচালনা পর্ষদ।

চলতি ২০২২ সাল থেকে আগামী ২০২৫ সাল পর্যন্ত অর্থাৎ তিন বছরের জন্য কোম্পানিটির এমডি ও সিইও পদের জন্য পুনর্নিয়োগ পেয়েছেন তিনি।

১৯৮৬ সালে বিজিআইসির প্রধান কার্যালয়ে যোগদান করেন আহমেদ সাইফুদ্দীন চৌধুরী। তারপর বদলি হয়ে বিজিআইসির চট্টগ্রাম অফিসের সার্বিক দায়িত্ব পান এবং পর্যায়ক্রমে এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর (অপারেশন) ও কোম্পানী সচিব হিসেবে পদোন্নতির পর কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে ২০১০ সালের ১লা আগস্ট পদোন্নতি লাভ করেন।

বিনিয়োগবার্তা/এসএএম//