Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 28 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সাসটেইনেবল রেটিংয়ে সবচেয়ে ভালো পারফরমেন্স করা ১০টি ব্যাংকিং ৫টি নন-ব্যাংকিং প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম

রোববার নবম বার্ষিক ব্যাংকিং সম্মেলনের দ্বিতীয় দিন বিশেষ আলোচনা অনুষ্ঠান শেষে  প্রতিষ্ঠানগুলোকে এ পুরস্কার দেওয়া হয়

পুরস্কার পাওয়া ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো হচ্ছে: ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এনআরবি ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক সিটি ব্যাংক

নন-ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো হচ্ছে অগ্রণী এসএমই ফাইন্যান্স, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বিআইএফএফএল, আইডিএলসি ফাইন্যান্স আইপিডিসি ফাইন্যান্স

এদিকে রবিবারমবিলাইজিং ক্লাইমেট স্মার্ট ইনভেস্টমেন্ট ফর সাসটেইনেবলিটি ইন দ্য ব্যাংকিং সেক্টরশীষর্ক বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইবিএমের মহাপরিচালক . মো. আখতারুজ্জামান, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভলপমেন্টের পরিচালক . সলিমুল হক, জিআইজেড বাংলাদেশের প্রধান উপদেষ্টা . ফিরদাউস আরা হুসাইন, জার্মান ডেভলপমেন্ট কর্পোরেশনের ডেপুটি হেড ফ্লোরিয়ান হোয়েলেন, বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইনান্স বিভাগের পরিচালক খন্দকার মোর্শেদ মিল্লাত, অর্থ মন্ত্রণালয়ের ইআরডির ডেপুটি সেক্রেটারি এস এম মাহবুব আলম এবং বিল্ডের সিইও ফেরদাউস আরা বেগম

সম্মেলনের দ্বিতীয় দিনেকি অপারেশনাল অ্যান্ড ম্যানেজমেন্ট এরিয়াস অব ব্যাংকিংশীর্ষক ৪টি প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে যেখানে দেশ দেশের বাইরে থেকে আসা ব্যাংকার এ্যাকাডেমিশিয়ানরা উপস্থিত থেকে তাদের পেপার উপস্থাপন করবেন পরে সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনের সম্মেলন শেষ হবে

বিনিয়োগবার্তা/এসএএম//