Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আগামী ২৪ জুন সৌদির আকাশে রোজার চাঁদ দেখা যেতে পারে বলে ধারণা করছেন দেশটির চাঁদ দেখা বিশেষজ্ঞরা। এটি হলে আগামী ২৫ জুন রোববার সৌদিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

প্রসঙ্গত, সৌদি আরবে ঈদ উদযাপনের একদিন পরই বাংলাদেশে ঈদ হয়। তবে সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের কেউ কেউ ওইদিন ঈদ উদযাপন করে।

সৌদির বিশেষজ্ঞদের ধারণা সত্যি হলে সে হিসেবে বাংলাদেশে ঈদ হবে ২৬ জুন সোমবার। সে হিসেবে এবার রোজাও হবে ২৯টি।

সৌদি ও যেসব দেশে ২৭ মে রোজা শুরু হয়েছে- সেখানে আগামী ২৪ জুন চাঁদ দেখা যাবে কি-না তা নিয়ে হিসাব কষছেন বিশেষজ্ঞরা। তারপরও তারা বলছেন, ভূগৌলিক ও আবহাওয়াগত অবস্থানের উপর খালি চোখে চাঁদ দেখা নির্ভর করছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, পেরু, ইকুয়েডর ও প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্রগুলোতে ২৪ জুন ঈদের চাঁদ দেখা যাবে।

ধারণা করা হচ্ছে ল্যাটিন আমেরিকা, যুক্তরাষ্ট্র ও আফ্রিকায় এদিন চাঁদ দেখতে যন্ত্রের সাহায্য নিতে হবে। সৌদি আরব ও ইয়েমেনের কিছু কিছু এলাকায়ও একইভাবে চাঁদ দেখা যাবে।

খবরে বলা হয়, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে ২৮ মে রোজা শুরু হয়। এ অঞ্চলে ঈদের চাঁদ দেখতে হবে আগামী ২৫ জুন। এদিন বিশ্বের যে কোনো অঞ্চল থেকে খালি চোখে চাঁদ দেখা যাবে বলে ধারাণা করা হচ্ছে।

(এসএএম/ ১৯ জুন ২০১৭)