প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: এবারের ঈদে প্রচার হবে সজল-প্রভা অভিনীত টেলিফিল্ম ‘একটি রাত’। এটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাকেশ বসু। ঢাকার আশপাশের বিভিন্ন স্থানে এই টেলিফিল্মটির শুটিং হয়েছে।
এর গল্পে দেখা যাবে, রোদেলা চৌধুরী পিউ এক ভীষণ রোগে আক্রান্ত। মা-বাবার অনুপস্থিতিতে বিশাল বাড়িতে পিউ থাকে তার গভর্নেস মনিরার কাছে। ওর মা ওকে পছন্দ করে না। কারণ, বাইরের মানুষের কাছে একমাত্র মেয়ের অসুস্থতার কথা বলতে খারাপ লাগে। জন্মের পর থেকেই অসুস্থতা ধীরে ধীরে কাহিল করেছে পিউকে।
কোনো আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ছাড়া একাকী জীবন পিউর। তবে বাবার কাছ থেকে শোনা গল্পের রাজকুমার প্রায়ই তার স্বপ্নের মধ্যে আসে। পিউও তার স্বপ্নের কথা বলে। ওর কষ্টের কথা বলে। সে রাজকুমারের সঙ্গে যেতে চায়। কিন্তু এ সবই কি শুধুই ভ্রম?
অভিনয়ে আরও আছেন রিমু রোজা, সানজিদা মিলা, শেখ আখতার হোসেন, অরূপ এবং শিশু।
টপ নচ প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই টেলিফিল্মটি একুশে টেলিভিশনে প্রচার হবে ঈদের দিন বেলা ১১টায়।
(এসএএম/ ১৯ জুন ২০১৭)