বিনোদন ডেস্ক: অবশেষে মুক্তি পেলো অ্যালিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সিনেমাটি দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়।
বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র্যাব যে অভিযান চালিয়েছিল এ ছবিতে তাই তুলে ধরা হয়েছে। ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে শাপলা মিডিয়া।
র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। সিনেমাটিতে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, মনোজ প্রামাণিক, দর্শনা বণিক, তাসকিন আহমেদ, রাইসুল ইসলাম আসাদসহ আরো অনেকে।
বিনিয়োগবার্তা/এমআর//