Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 25 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনোদন ডেস্ক: মেজবাউর রহমান সুমন পরিচালত ‘হাওয়া’ সিনেমা এবার একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) যাচ্ছে। ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বাংলাদেশ থেকে লড়াইয়ের জন্য যাচ্ছে সিনেমাটি।

রবিবার (২৫ সেপ্টেম্বর) অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ  গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানিয়েছেন, এবার দুটি সিনেমা অস্কারের জন্য জমা পড়েছিল। সেখান থেকে একটি নির্বাচিত হয়েছে, ‘হাওয়া’ সিনেমা।

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ৯৫তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ১২ মার্চ। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি পৃথক শাখায় পুরস্কার প্রদান করা হবে জয়ীদের। আর বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেই সব শাখারই একটি।

বিনিয়োগবার্তা/এমআর//