Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 05 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আসন্ন এইচএসসি পরীক্ষায় ব্যত্যয় ঘটলে কিংবা কোনো অনিয়মে সম্পৃক্ত থাকলে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (৪ অক্টোবর) চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা আসন্ন। সারা দেশের প্রতিটি কেন্দ্রে যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষাটি পরিচালনা করতে পারি, সে জন্য সবার সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, এখন আর প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। যারা প্রশ্ন ফাঁসের চেষ্টা করেন কিংবা গুজব ছড়ান, তাদেরকে বলছি, সে রকম কিছু ধরা পড়লে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//