Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 05 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিকভাবে উন্নতি ও অগ্রগতির ফলে সনি কোম্পানির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান এদেশে তাদের পণ্য উৎপাদন করছে। সনির উৎপাদন প্ল্যান্ট দেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভুমিকা রাখবে।

বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সনি ব্রাভিয়া অক্সআর-কে সিরিজের গুগল টিভি’র উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তির সঙ্গে এ দেশের মানুষের সম্পৃক্ততা ও ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজি লিমিটেডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র জাপান ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদনে বিশ্বে অনন্য। সনি এখন থেকে বাংলাদেশে টিভি উৎপাদন ও রফতানি করবে যা আমাদের জন্য আনন্দের। সঠিক মূল্যে আসল পণ্য এবং সেবা প্রদানের লক্ষ্যে দেশ বিদেশের ইলেকট্রনিক্স বাজারে দৃঢ় প্রত্যয়ে ব্যবসা সম্প্রসারণ করছে বাংলাদেশ।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শফিকুল ইসলাম, স্মার্ট টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, সনি সাউথ-ইস্ট এশিয়া, আরএমডিসি প্রেসিডেন্ট আতসুশি এন্দো প্রমুখ।

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//