Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 07 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ট্রেনিং একাডেমীতে সম্প্রতি ব্যাংকের নবনিযুক্ত ৩৬জন প্রবেশনারী অফিসারদের জন্য ১ মাসব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিয়োগ প্রাপ্ত নতুন কর্মকর্তাদের অনুপ্রাণিত করে প্রায়োগিক দিকনির্দেশনা প্রদান এবং সনদপত্র বিতরণ করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ তার সুদীর্ঘ বর্ণিল কর্মময় জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং তানবীন কর্মকর্তাদের পেশাগত জীবনে সার্বিক সফলতার জন্য বাস্তবায়নের আহ্বান জানান। 

উক্ত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম উদ্দৌলা এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমীর প্রিন্সিপাল মোঃ সাইদুর রহমান উপস্থিত ছিলেন। 

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//