Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 19 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনোদন ডেস্ক: এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। দেশের করোনা পরিস্থিতির কারণে গেল দুই বছর এই অনুষ্ঠানের আসর বসেনি।

পরিস্থিতি স্বাভাবিক হলেও চলতি বছরেও হচ্ছে না ষষ্ঠ আসর। আয়োজক প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের সিও (চিফ অপারেটিং অফিসার) অজয় কুমার কুণ্ডু এমনটি জানিয়েছেন।

পরিস্থিতি স্বাভাবিক হলেও কেন আয়োজনটি হচ্ছে না এমন প্রশ্নে, অজয় কুমার কুণ্ডু গণমাধ্যমকে জানিয়েছেন, এটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কারণ।

সবশেষ ২০১৯ সালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে লোকসংগীতের সুরের মূর্ছনায় মেতেছিলেন দর্শক।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশনের আয়োজনে ২০১৫ সালে প্রথম বারের মতো পাঁচ দেশের শতাধিক শিল্পী নিয়ে আয়োজিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। এ আয়োজনে বিশ্বের নানা দেশ থেকে জনপ্রিয় সব লোকশিল্পী অংশ নেন। উৎসবটি বিনামূল্যে উপভোগ করে থাকেন লক্ষাধিক দর্শক।

বিনিয়োগবার্তা/এসএল//