নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটের ৪র্থ ফ্লাইটটি আগামী ১০ই নভেম্বর ২০২২ তারিখ গুয়াংজুর উদ্দেশ্যে যাত্রা করবে। উক্ত ফ্লাইটের টিকেটসমূহ সোমবার (২৪শে অক্টোবর) দুপুর ১২.০১ টায় বিমান এবং ট্রাভেল এজেন্ট এর সকল সিস্টেমে বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হবে। ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটের ফ্লাইটের টিকেট বিমানের দেশি-বিদেশি বিক্রয় কেন্দ্রের পাশাপাশি বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকেও ক্রয় করা যাবে।
সম্মানিত যাত্রীগণ কোভিড-১৯ প্রটোকল নিশ্চিত হয়ে এবং ট্রাভেল অ্যাডভাইজরি অনুসরণপূর্বক বিমানের যে কোন বিক্রয় অফিস, বিমানের ওয়েবসাইট অথবা বিমান অনুমোদিত যেকোন ট্রাভেল এজেন্সি হতে টিকেট সংগ্রহ করতে পারবেন।
আগামী ১০ই নভেম্বর বিমানের ফ্লাইট বিজি৩৬৬ স্থানীয় সময় দুপুর ১৩:০০ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে পোঁছাবে স্থানীয় সময় সন্ধ্যা ১৮:৪০ টায়। ফিরতি ফ্লাইট বিজি৩৬৭ একই দিন স্থানীয় সময় রাত ২১:০০ টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে রাত ২৩:০০ টায়।
আসন ও ভাড়া বিমানের নিজস্ব ও ট্রাভেল এজেন্টদের সিস্টেমে যথাসময়ে আপলোড করা হবে।
বিনিয়োগবার্তা/ডিএফই//