Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 24 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) তার অথোরাইজড রিপ্রেজেন্টটেটিভদের (AR) প্রশিক্ষণের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-র সাথে যৌথভাবে পাঁচদিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। 

১৬ অক্টোবর, ২০২২-এ শুরু হওয়া এই কর্মশালাটি ২০ অক্টোবর, ২০২২ তারিখে শেষ হয় । ৫ (পাঁচ) দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমটি বিএসইসি, আগারগাও, ঢাকা ভবনে অনুষ্ঠিত হয়। 

কর্মশালাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি-এর কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ । 

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএসইসি-এর এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিনান্সিয়াল লিটারেসি) জনাব রিপন কুমার দেবনাথ। ০৫ দিনব্যাপী এই প্রশিক্ষণের বিএসইসি, সিএসই ও সিডিবিএল এর কর্মকর্তারা সিকিউরিটিজ আইন ও পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন ।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, আমি এই ধরনের প্রশিক্ষণ প্রোগ্রাম-এ নিজেই যাচিত হয়ে উপস্থিত হতে চাই এবং আপনাদেরকে এই প্রশিক্ষনের মূল বিবেচ্য বিষয়গুলো জানাতে চাই ।  

আপানরা অর্থাৎ অথোরাইজড রিপ্রেজেন্টটেটিভরা ক্যাপিটাল মার্কেট-এর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ । কারন, আপনারা সরাসরি বিনিয়োগকারীদের সাথে যুক্ত এবং সেক্ষেত্রে আপনাদের বিশেষ ভুমিকা পালনের সুযোগ আছে এবং তার ব্যাবহার করতে হবে ।  

আমাদেরকে বিনিয়োগকারীদের জন্য  বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করে দিতে হবে এবং অথোরাইজড রিপ্রেজেন্টটেটিভ ম্যানুয়াল অনুযায়ী আপনাদেরকে চারটি গুনাবলির কথা মনে রাখতে হবে। 

গুনাবলিগুলো হলে- সততা, দক্ষতা,  বিশস্থতা এবং আস্থা । আমরা জানি , আমরা সবাই সৎ এবং এটা সবারই নিজস্ব গুণাবলী । বরং অসৎ হওয়া কঠিন যদি না তেমন  কোন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। তাই সততা ধরে রাখতে হবে। একই সাথে আপনাকে হতে হবে দক্ষ , কারন আপনার দক্ষতার উপর নির্ভর করছে বিনিয়োগকারীর বিনিয়োগ সুরক্ষা।

যে বিনিয়োগকারী দেশের বাইরে থেকে আপনার উপর ভরসা করে তার বিনিয়োগ করেছেন তিনি কতখানি লভবান বা ক্ষতির সম্মুখীন হবেন তা নির্ভর করছে আপনার দক্ষতার উপর । 

এই দক্ষতার উপর  বিনিয়োগকারীর সফলতা নির্ভর করে । আর অথোরাইজড রিপ্রেজেন্টটেটিভ (এ.আর.) প্রশিক্ষন  হচ্ছে দক্ষতা অর্জনের  প্রাথমিক প্রশিক্ষণ । দক্ষতা অর্জন করতে হলে সারা পৃথিবীর জ্ঞান  সম্পর্কে আপনাকে জানতে হবে । এখন পৃথিবীর যে কোন প্রান্তে কি  ঘটছে তা জানা খুব সহজ এবং সময়ও লাগে অনেক কম । তাই আপনাকে শিখতে হবে এবং আর দক্ষ হতে হবে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ-এর মাধ্যমে । 

পরের গুনাবলি হল বিশস্থতা । এই বিশস্থতাকে প্রবল্ভাবে সংরক্ষণ করতে হবে । যে  বিনিয়োগকারী দেশের বাইরে থাকেন তার বিনিয়োগ সুরক্ষা করে তার বিশস্থতা অর্জন করতে হবে। 

চার নাম্বার বিবেচ্য বিষয়টি হলো আস্থা । যখন আপনি দক্ষতা, বিশ্বাস  আর সততা দিয়ে সুনাম অর্জন করতে পারবেন তখনই আপনার উপর আস্থা বাড়বে । 

এই আস্থার মাধ্যমে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করে উপরোক্ত গুণাবলিগুলো অর্জন করবেন আপনি হবেন সেই প্রতিষ্ঠানের জন্য একজন গুরুত্বপূর্ণ কর্মী। 

তখন প্রতিষ্ঠানে আপনার গুরুত্ব বাড়বে, আপনাকে মনে করবে মূল্যবান কর্মকর্তা । যার ফলাফল হবে উভয়মুখী, আপনার চাকুরি হবে সিকিউরড এবং প্রতিষ্ঠান হবে উপযুক্ত কর্মকর্তা সমৃদ্ধ ।

অনুষ্ঠানে সিএসই-এর বিভিন্ন ব্রোকারেজ এর প্রায় ৭০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহন করেন । এই প্রশিক্ষণের মাধ্যমে তারা পুঁজিবাজারের বিভিন্ন পণ্য, প্রচলিত নিয়মাবলী শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জন করেছেন ও গ্রাহকদের অর্থের নিরাপত্তার জন্য সঠিক পরিকল্পনা ও নির্দেশনা প্রদানেও তাদের অর্থের সুরক্ষা করতে সক্ষম হবেন বলে আশা ব্যক্ত করা যায়।

এখানে উল্লেখ্য, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক -ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর বিধি ৪(২)(গ) অনুযায়ী ব্রোকারেজ হাউজের কার্যাবলী পরিচালনার শর্তসাপেক্ষে প্রত্যেক অথোরাইজড রিপ্রেজেন্টটেটিভদের জন্য এই প্রশিক্ষণ বাধ্যতামূলক ।

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//