নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় বাজারে চালু থাকা ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগে বাধ্যতামূলক পরিচয়পত্র প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (২৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট থেকে একটি সার্কুলার জারি করে দেশের কার্যরত শরীআহ্ ভিত্তিক পরিচালিত ব্যাংক ছাড়া সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, এখন থেকে ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগে পরিচয়পত্র বাধ্যতামূলক নয়। পরিচয়পত্র না থাকলে পাসপোর্ট নম্বরকে ইউনিক আইডিন্টিফিকেশন নাম্বার হিসেবে ব্যবহার করা যাবে।
এর আগে গত বছরের নভেম্বরে প্রবাসী বাংলাদেশিদের জন্য বাজারে চালু থাকা জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় থাকা তিনটি বন্ডের লেনদেন অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় আনা হয়েছিলো। এর ফলে তখন থেকে এসব বন্ডে বিনিয়োগ করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করা হয়েছিলো।
বিনিয়োগবার্তা/এসএএম//