Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 25 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর বোর্ড অডিটকমিটির ২৪৬তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধানকার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের বোর্ড অডিটকমিটির চেয়ারম্যান একরামুল হক। ব্যাংকের পরিচালকও বোর্ড অডিটকমিটির সদস্য আব্দুল হালিম উক্ত সভায় ডিজিটাল প্লাটফর্মে (ভিডিও কনফারেন্স এর মাধ্যমে) অংশগ্রহণ করেন। 

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও বোর্ড অডিটকমিটির সদস্য মো. মশিউর রহমান চমক, স্বতন্ত্র পরিচালক ও কমিটির সদস্য কে.এ.এম. মাজেদুর রহমান ও নাসির উদ্দিন আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানী সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//