Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 29 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি তাদের ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে এবার সদ্য শেষ হওয়া দারাজ সেলার সামিট ২০২২ এ ডায়মন্ড সেলস অ্যাওয়ার্ড অর্জন করেছে। 

সম্প্রতি অনুষ্ঠিত দারাজ সেলার সামিটে দারাজে বিক্রয়কৃত ব্র্যান্ডের সকল পণ্যের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়ার স্বীকৃতস্বরূপ রিয়েলমি অর্জন করলো এ সম্মাননা।

রিয়েলমি সবসময় দারাজের মেগা ক্যাম্পেইন ১১.১১ এ কো-স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে এবং ২০২০ ও ২০২১ সালে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে শীর্ষ মোবাইল ব্রান্ডের খেতাব অর্জন করেছে। বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি এ সম্পর্কের কারণে, উভয় প্রতিষ্ঠান টেকসই প্রবৃদ্ধি অর্জন করছে। 

রিয়েলমি ও দারাজ ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার, দ্রুততম ডেলিভারি ও সেরা আফটার সেলস (বিক্রয় পরবর্তী) সেবা নিশ্চিত করার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জনে একসঙ্গে কাজ করে যাচ্ছে। 

সম্প্রতি, দারাজ সেলার সামিট ২০২২-এ রিয়েলমি ডায়মন্ড সেলস অ্যাওয়ার্ড  অর্জন করলো। এই স্বীকৃতি পেয়ে রিয়েলমি আনন্দিত।

বিশ্বব্যাপী জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি তরুণদের কথা বিবেচনায় রেখে স্মার্ট ডিভাইস উৎপাদন করে থাকে। রিয়েলমি সম্প্রতি তরুণদের নাগালের মধ্যে নতুন স্মার্টফোন বাজারে উন্মোচন করে।

নতুন উন্মোচিত হওয়া রিয়েলমি সি৩০ স্মার্টফোনটি আকর্ষণীয় ফ্ল্যাশ সেলস অফারে দ্রুততম সময়ে বিক্রি হয়ে যাওয়ার রেকর্ড করে। দামে পাওয়া যাচ্ছে দারাজেও। 

যারা এন্ট্রি-লেভেলের স্মার্টফোনে চমৎকার সব ফিচার এবং দুর্দান্ত অভিজ্ঞতা পেতে চান, তাদের জন্য রিয়েলমি সি৩০ সেরা ডিভাইস। বিস্তারিত জানতে ভিজিটঃ https://www.realme.com/bd/realme-c30

উদ্ভাবনী প্রযুক্তি ও নজরকাড়া ডিজাইনের জন্য রিয়েলমি ইতোমধ্যে দেশের বাজারে তরুণদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছে। 

তরুণদের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসতে নিরলস কাজ করে যাচ্ছে তরুণ প্রজন্ম কেন্দ্রিক এই স্মার্টফোন ব্র্যান্ডটি।

বিনিয়োগবার্তা/এমআর//