Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 30 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনোদন ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান কথাসাহিত্যিক ও ব্রুকলিনের প্রসাধন ও সুগন্ধি প্রতিষ্ঠান তানাইস-এর প্রতিষ্ঠাতা তন্বী নন্দিনী ইসলাম । 

তিনি সাহিত্যে 'ইন সেনসোরিয়াম: নোটস ফর মাই পিপল' বইয়ের জন্য নন ফিকশন বিভাগে কারকাস পুরস্কার- ২০২২ পেয়েছেন।  

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সেরা ৬ ননফিকশনের মধ্যে বইটি বেস্ট ননফিকশনের খেতাব জিতে নেয়। তিনি পুরস্কার হিসেবে ৫০ হাজার ডলার পাবেন। 

বিচারকদের মতে সাহসী, উদ্ভাবনী, দূরদৃষ্টিসম্পন্ন এবং গীতিময় অলঙ্কারিক লেখার জন্য বইটি পুরস্কার জিতে নেয়। 

গত বছর কারকাস তালিকায় সবচেয়ে বেশি স্টার পাওয়া ১,৪৩৬টি বই থেকে চূড়ান্ত বইগুলো বেছে নেয়া হয়। সেপ্টেম্বর মাসে প্রকাশিত  বইগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা থেকে তিনটি বিভাগে পুরস্কার দেয়া হয়।

বিভাগগুলো হলো- ফিকশন, নন-ফিকশন ও ইয়াং রিডার্স। প্রত্যেক বিজয়ী নগদ ৫০ হাজার ডলার করে পাবেন। 

বিনিয়োগবার্তা/এমআর//