বিনিয়োগবার্তা ডেস্ক: হলিউড এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রায় ৩ বছর পর ভারতে ফিরছেন তিনি । সঙ্গে তার এবং নিক জোনাসের মেয়ে মালতী মেরি জোনস। মেরির এটাই হবে প্রথম মায়ের দেশে আসা। ইনস্টাগ্রাম স্টোরিতে মনের মধ্যে চলতে থাকা এই উত্তেজান ভাগ করে নিলেন দেশি গার্ল। দিলেন বোর্ডিং পাসের ছবি। দেশের মেয়ে দেশে ফিরছেন, এ কম আনন্দের কথা!
বিয়ের পর আর সেভাবে আসা হয়নি দেশি গার্লের। সেই সুখবর নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়। লিখলেন, অবশেষে বাড়ি যাচ্ছি। প্রায় তিন বছর পর। বাড়ির নামেই আবেগপ্রবণ প্রিয়াঙ্কা।
এইপ্রথম কন্যাকে নিয়েই দেশে আসছেন তিনি। সুতরাং তারও এই প্রথমবার মায়ের বাড়ি আসা। প্যান্ডেমিকের কারণে সেইভাবে দেশে আসা হয়নি। আজ পৃথিবী অনেকটাই সুস্থ। তাই এই সুযোগ হাতছারা করতে নারাজ দেশি গার্ল। দেশের বাইরে থাকলেও, খাবার দাবারের খোঁজে মাঝেমধ্যেই এদিক ওদিক যেতেন। কেবাব থেকে ফুচকা বেজায় উপভোগ করেছেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মেয়ে-স্বামীকে নিয়ে দিপাবলীর অনুষ্ঠান পালন করেছেন প্রিয়াঙ্কা। আইভরি পোশাকে নজর কেড়েছিলেন তিনজনেই। আর এবার এতবছর পর দেশে আসছেন। বলাই বাহুল্য আনন্দে আত্মহারা প্রিয়াঙ্কা।
বিনিয়োগবার্তা/এসএল//