Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 01 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকায় বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসকো) এর সম্মেলন অনুষ্ঠিত হবে এ সম্মেলনে সংস্থাটির এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটি এবং  ইউরোপিয়ান রিজিওনাল কমিটি অংশ নেবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে তথ্য জানা গেছে

জানা যায়, আগামী ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকায় এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে

উল্লেখ্য, আইওএসকোরএ’ ক্যাটাগরির সদস্য বাংলাদেশ।  চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম আইওএসকোর এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ অঞ্চলে তিনি- প্রথম ব্যক্তি যিনি আন্তর্জাতিক এই ফোরামের উচ্চ মর্যাদায় আসীন হয়েছেন

চলতি মাসে মরক্কোয় অনুষ্ঠিত আইওএসকোর বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন ওই সভায় ঢাকায় আইওএসকোর আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

প্রসঙ্গত, ১৯৮১ সালে আইওএসকো প্রতিষ্ঠিত হয় এর প্রধান কার্যালয় স্পেনের রাজধানী মাদ্রিদে বর্তমানে এর সদস্য সংখ্যা ৫২টি সংস্থাটির প্রধান কাজ হচ্ছে -পুঁজিবাজারের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি,ক্যাপাসিটি বাড়ানো, আন্তর্জাতিক মান প্রণয়ন (Standard), মনিটরিং ইত্যাদি

বিনিয়োগবার্তা/এসএএম//